fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

শীতের ইনিংস জারি থাকলেও বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: শীতের ইনিংস জারি রয়েছে এখনও। এরমধ্যেই বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবারও শীতের আমেজ রয়েছে। কিন্তু এই আমেজ আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে আর থাকবে না বলেই আবহাওয়া দফতর জানিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহের শেষে কমপক্ষে ৪ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি নীচে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম ছিল।

(আরও পড়ুন- ভালোবাসার দিনে সেনাদের রক্ত দিয়েই পুলওয়ামায় শহিদ স্মরণ বজরং দলের)

বুধবার পর্যন্ত কলকাতার তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রির কাছাকাছি থাকবে বলেই জানানো হয়েছিল। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ ও ওড়িশায়।

কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার জেরে তুষারপাত হয়েছে কাশ্মীরে। জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশ বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে।

Related Articles

Back to top button
Close