শীতের প্রবেশে বাধা, বাড়বে তাপমাত্রা, ঘনীভূত হচ্ছে নিম্নচাপ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বেশ আনন্দেই ছিল বঙ্গবাসী। ভোরের দিকে হালকা শীতের আমেজ উপভোগ করছিল সকলে। হেমন্তের মিঠেল হাওয়া সকলের মনকে আনন্দিত করে তুলেছিল। সকলেই ভেবে নিয়েছিল শীত দরজায় কড়া নারছে। কিন্তু সকলের মনে জল ঢেলে দিল হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে যে, নিম্নচাপ ঘণীভূত হচ্ছে। এরফলে শীতের সুখে বাধা তৈরি হবে। তাপমাত্রা বাড়ছে। মেঘলা আকাশ দেখা যাবে। পারদকমতে শুরু করলেও তা ফের বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাড়ে ১৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার, তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি। কিন্তু আগামী ৪৮ ঘণ্টায় পারদ কিছুটা বাড়বে। মেঘলা আকাশের ফলে কিছুটা অস্বস্তি বাড়তে পারে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জেলায় শুরু হয়েছে শৈত্যপ্রবাহ।পুরুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রি। পশ্চিম বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা সোমবার ১৪.৬ ডিগ্রি। দিঘায় সোমবার তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি। উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমের একাংশ ঢেকে গিয়েছে বরফের চাদরে।