পশ্চিমবঙ্গহেডলাইন
ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, ব্যাপক ঝড়-বৃষ্টি হতে পারে সপ্তমীতে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সপ্তমীর পুজোর আনন্দ মাটি করে দিতে চলেছে নিম্নচাপ। এই মুহুর্তে শক্তিশালী নিম্নচাপটি কলকাতা থেকে সাড়ে ৩০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় তা আরও শক্তিশালী আকার ধারণ করে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে।
সেইকারণেই শুক্রবার সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে শহর। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। দুই ২৪ পরগনা , কলকাতা, হাওড়া-হুগলি ও নদিয়াতে কাল ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অষ্টমী পর্যন্ত মত্সজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।