দোরগোড়ায় এসেও থমকে শীত, বৃষ্টির সম্ভাবনা বঙ্গে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: শীত দোরগোড়ায় এসেও থেমে রয়েছে। ভোরের দিকে হালকা শিরশিরানি অনুভূত হলেও বেলা বাড়তেই উধাও হয়ে যাচ্ছে হিমেল হাওয়া। এরইমধ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আর বৃষ্টির পরেই জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার এবং শনিবার আকাশ আংশিক মেঘলা থাকবে। মেঘলা আকাশের পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- অস্ত্রোপচার সফল, মুকুল রায়কে হাসপাতালে দেখতে গেলেন দিলীপ ঘোষ
কলকাতায় শীতের দেখা সেইভাবে না মিললেও জেলাগুলিতে শীতের কাঁপুনি অনুভূত হতে শুরু করেছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মানুষও শীতের আমেজ উপভোগ করছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।
অন্যদিকে আগামী ২৪ ঘন্টা পর থেকে অর্থাৎ শনিবার থেকেই মধ্য ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে পূর্ব ভারতের রাজ্যগুলিতে। আগামী কয়েক দিন ঘন কুয়াশা থাকবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতে। অরুণাচল আসাম মেঘালয় শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।