
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ আজ কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেট পেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রস্তাবিত বাজেট অর্থব্যবস্থাকে চাঙ্গা করবে, নতুন সুযোগ সৃষ্টি করবে, এ বাজেট উন্নয়নমুখী ভাবনার প্রতিফলন। বাজেটে ব্যক্তিগত আয়কর কাঠামোয় কোনো বদল হয়নি, বেড়েছে কর না, ছাড়ের ঊর্ধ্বসীমা। প্রধানমন্ত্রী বলেছেন, ‘২০২১-২২ অর্থবর্ষের বাজেট এক অভূতপূর্ব পরিস্থিতিতে পেশ করা হয়েছে। আজকের বাজেট ভারতকে আরও আত্মনির্ভর করবে’। অন্যদিকে, কৃষকদের আয় বৃদ্ধি সহ একাধিক ক্ষেত্রে এবারের বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, ‘এখন সহজেই কৃষকরা ঋণ নিতে পারবেন’।
মোদী বলেন, যুবদের ভবিষ্যৎ উজ্বল হবে। গঙ্গাকে রাসায়নিক মুক্ত করতে উদ্যোগ ছাড়াও পর্বতমালা যোজনার উল্লেখ করা হয়েছে। বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ ১৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
সব মিলিয়ে আজকের এই বাজেট নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।