fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

গম পাচার চক্রে বিএসএফ, কাস্টমস ও বিজেপির টপ লিডাররা যুক্ত: জ্যোতিপ্রিয় মল্লিক

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: ফের একবার বিজেপিকে এক হাত নিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, ‘রাজ্য বিজেপি নেতাদের তিন পয়সাও দাম নেই। তাই তারা নিজেরা না বুঝে ভুল বকছে। ওইসব বিজেপি লিডারদের জানিয়ে রাখি ১৭৫ ট্রাক ভর্তি আটক হওয়া  গম জেলা শাসককে হ্যান্ড ওভার করেছে রাজ্য সরকার। কারণ গম এক মাসের মধ্যে বন্টন না করলে নষ্ট হয়ে যায়।  জেলা শাসক ওই গম বিভিন্ন বিডিও,এস ডি ও, পৌরসভা এবং ফ্লাওয়ার মিলের কাছে দিয়েছে সরকারিভাবে। এইসব তথ্য না জেনে মূর্খের মতো সরকারের সমলোচনা করতে বসেছে বিজেপি।‘

          আরও পড়ুন: ‘আত্মনির্ভর ভারত’ গড়ার ডাকে উদ্বুদ্ধ হয়ে মেসেজিং অ্যাপ বানাল ভারতীয় সেনা

সোমবার বারাসত ১ নম্বর ব্লকের ছোট জাগুলিয়া আইটিআই কলেজের সামনে খাদ্য দফতরের পক্ষ থেকে এ বছর থেকে শুরু হওয়া খারিফ মরসুমে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতিপ্রিয়  আরও বলেন, ‘আমরাও রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি চেক পোস্টে একজন করে প্রতিনিধি রাখবো’।

Related Articles

Back to top button
Close