কোলাঘাট ব্লকে লকডাউনে বন্ধ টোটো, সমস্যায় চালকরা

বাবলু ব্যানার্জি, কোলাঘাট: সারা রাজ্যে লকডাউন চলছে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকে এক প্রকার টোটো চলাচল বন্ধ। টোটো চলাচল বন্ধ থাকায় চালকদের হাতে এখন পয়সা নেই, পাশাপাশি গোদের উপর বিষফোঁড়ার মতই দীর্ঘদিন টোটো চলাচল না করায় যান্ত্রিক ত্রুটির সঙ্গে ব্যাটারি নষ্টের সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে কোলাঘাট ব্লকের টোটো চালকদের দুশ্চিন্তার জোড়া ফলায় রাতের ঘুম উড়েছে। কবে সব স্বাভাবিক হবে সেই দিকেই তাকিয়ে রয়েছে ব্লকের টোটো চালকরা।
আজ থেকে ১০ বছর আগে কোলাঘাট ব্লকে টোটোর সংখ্যা নগণ্য থাকলেও বর্তমানে ব্লক জুড়ে সাত থেকে আট হাজার টোটো চলাচল করে। ব্লকের ১৩ টি অঞ্চলেই এখন টোটো চলাচল করছে। এই ব্লকের মধ্যে দিয়েই ৬ নম্বর ও ৪১ নম্বর জাতীয় সড়ক বয়ে গেছে। জাতীয় সড়কে টোটো চলাচল করা নিষিদ্ধ। মূলত রাজ্য সরকারের যে সমস্ত রাস্তা রয়েছে তার থেকে অসংখ্য শাখা রাস্তা বেরিয়ে গেছে গ্রামগঞ্জের মধ্যে, বেকার যুবক ছেলেরা লাখ টাকার মূল্যে টোটো কিনে ব্যবসা করতে শুরু করে। লকডাউন থাকায় চালকরা মহা সমস্যার মধ্যে পড়েছে। অনেক বেকার যুবক ব্যাঙ্ক থেকে লোন নিয়ে টোটো কিনেছে। তারা এখন ব্যাঙ্কের টাকা মিটাতে হিমশিম খাচ্ছে।
জানা গেছে, ব্লকে প্রায় সাত থেকে আট হাজার টোটো চলাচল করে। টোটো দীর্ঘদিন বাড়িতে পড়ে থেকে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখছে চালকরা। বেশ কিছুদিন ধরে টোটো না চালালে স্বভাবতই ব্যাটারি বসে যায় বলে চালকরা জানান। মূলত এই ব্যাটারির সাহায্যে এই গাড়িগুলো চলে । ব্যাটারি কিনতে গেলে তাদের কাছে আবার ২৫ হাজার টাকার ধাক্কা।
টোটো চালক স্বপন বেরা, সঞ্জয় বেরা, শেখ লাল্টুকে ধরা হলে তারা বলেন, একনাগাড়ে তিন মাস ঘরে বসে, সংসার কিভাবে চলবে সে কথা মাথায় রেখেই বাধ্য হয়ে কেউ মাছের ব্যবসা, কেউ সবজির ব্যবসা, কেউ কেউ মাঠে কৃষি কর্মের কাজ করে জীবিকা অর্জন করছে। কিন্তু পেশা বদল করে হঠাৎ করে নতুন ব্যবসা করলেও অধিকাংশ দিনই লোকসানে পড়তে হচ্ছে।
এই ব্লকের অধিকাংশ অটোচালকদের বক্তব্য একনাগাড়ে এতদিন লকডাউন থাকায় তাদের ব্যাটারি গুলি নষ্টের মুখে। এক সেট ব্যাটারি ২৫ হাজার টাকা, ছমাস গ্যারেন্টি থাকে। মাসের সংখ্যাটা পেরিয়ে গেলে দোকানদাররা আর ব্যাটারি চেঞ্জ করে দেবেনা। ফলে লকডাউন দিনের পর দিন বাড়তে থাকায় চালকদের দুশ্চিন্তাও বাড়ছে। চালকদের বক্তব্য, বর্তমান সরকার টোটো চালকদের বিষয়ে যদি কিছু ভাবে তা ভালোই হবে। কোলাঘাট শহরের এক ব্যাটারি বিক্রেতা বলেন ব্যাটারি নিয়মিত চার্জ দিলে ভালো থাকবে। কিন্তু গাড়ি রাস্তায় না নামলে ব্যাটারির অবস্থা খারাপ হবে। সে ক্ষেত্রে ব্যাটারির সেল বসে যাওয়ার সম্ভাবনাই থাকে। ইতিমধ্যে বেশ কয়েকটি স্থানে টোটোর ব্যাটারি নষ্টের খবর আস্তে ও শুরু করেছে।