পশ্চিমবঙ্গহেডলাইন
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান টাউন সভাপতি

কৌশিক অধিকারী, বহরমপুর: মুর্শিদাবাদ জেলাতে পদ্ম শিবির বিজেপিতে ধস। বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান বহরমপুরে। শুক্রবার বহরমপুর রাধারঘাটে তৃণমূল কোঅডিনেটর সৌমিক হোসেনের বাসভবনে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বহরমপুর টাউন বিজেপি সভাপতি বিশ্বরূপ ঘোষ সহ প্রায় চার হাজার বিজেপি কর্মী বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। শুক্রবার তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন সৌমিক হোসেন ।
বিজেপি টাউন সভাপতি জানিয়েছেন, তিনি বিজেপিতে থেকে দলের কাজ করতে পারছিলেন না। তাই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আগামী দিনে মুখ্যমন্ত্রী আদর্শ অনুপ্রেরণায় কাজ করবেন। জেলা কো অডিনেটর সৌমিক হোসেন জানান, মুর্শিদাবাদ জেলাতে বিজেপি কোন অস্তিত্ব নেই। বিধানসভা নির্বাচনের আগে অস্তিত্ব আরও সংকটে যাবে। আজকে তাই টাউন সভাপতি সহ চার হাজার কর্মী যোগদান করলেন।