টয়োটার কারখানা বন্ধ হয়ে গেল রাশিয়ায়

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: টয়োটার কারখানা বন্ধ হয়ে গেল রাশিয়ায়। জাপানি গাড়ি নির্মাতা টয়োটা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে তাদের গাড়ি সংযোজন কারখানা বন্ধ করে দিয়েছে। রাশিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে টয়োটা মার্চ মাসে কারখানাটির উৎপাদন স্থগিত করেছিল। এ ছাড়াও মূল উপকরণ ও যন্ত্রাংশ সরবরাহে বাধার কারণে রাশিয়ায় যানবাহন আমদানি বন্ধ করে দেয় কোম্পানিটি।
টয়োটার এক বিবৃতিতে জানিয়েছে, কোম্পানিটি তার কর্মীদের প্রতি সমস্ত বাধ্যবাধকতা চালিয়ে যাবে এবং রাশিয়ায় বিক্রি করা যানবাহনের জন্য বিক্রয়োত্তর পরিষেবা চালু থাকবে।
রাশিয়ায় বিক্রয়োত্তর সেবার ব্যাপারটি নিশ্চিত করে টয়োটা বলেছে, ‘ছয় মাস পর আমরা স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারিনি। ভবিষ্যতে আমাদের কার্যক্রম পুনরায় শুরু করার কোনো সম্ভাবনা নেই। সংশ্লিষ্ট কোম্পানি জানিয়েছে, তাদের কর্মীদের পুনঃকর্মসংস্থান, দক্ষতা এবং সুস্ততার জন্য সহায়তা প্রদানসহ আইনি প্রয়োজনীয়তার ওপর আর্থিক সহায়তা দেওয়া হবে।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে মস্কো তার বিশেষ সামরিক অভিযান শুরু বহু কোম্পানি এইভাবে তার কাজকর্ম স্থগিত করে দেয়।