শামুকতলা বাজারের পরিকাঠামো উন্নয়নের দাবিতে সরব ব্যবসায়ীরা

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের শামুকতলা বাজার তথা হাট ডুয়ার্সের হাট বাজার গুলির মধ্যে অন্যতম। চা বাগান ও আদিবাসী অধ্যুষিত জনপদের শামুকতলায় প্রতিদিন বাজার বসে এবং প্রতি শুক্রবার বসে জেলার অন্যতম বৃহৎ হাট। আলিপুরদুয়ার জেলা পরিষদের অধীন এই বাজার ও হাট। ব্যবসায়ীরা জানান, জেলা পরিষদ ফি বছর পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা এই হাট থেকে রাজস্ব আদায় করলেও পরিকাঠামো উন্নয়নের দিকে নজর দিচ্ছেনা। তারা আরও জানান জেলা পরিষদের উদাসীনতায় দিন দিন বেহাল হয়ে পড়েছে এই বাজারের পরি কাঠামো।
শামুকতলা ব্যবসায়ী কল্যান সমিতির সম্পাদক মানিক দে বলেন আড়াই বছর আগে বাজারের পরিকাঠামো উন্নয়নের জন্য উত্তর বঙ্গ উন্নয়ন দপ্তর সাড়ে তিন কোটি টাকা মঞ্জুর করেছিল কিন্তু এখনো কাজ হয়নি। বাজারের নিকাশী ব্যবস্থা খারাপ থাকায় সামান্য বৃষ্টিতেই বাজার চত্বর জল কাদায় ভরে যায়। বাজারের শেড গুলি ভেঙ্গে পড়ছে, নেই পানীয় জলের সুব্যবস্থা, দশ লক্ষ টাকায় একটি শৌচাগার তৈরি হলেও পাঁচ বছর ধরে সেট ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে আছে।
তাদের দাবি, দ্রুত এই হাট তথা বাজারের পরিকাঠামো উন্নয়নে উদ্যোগী হোক জেলা পরিষদ। আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার জানান করোনা আবহে জেলার উন্নয়ন মুলক অনেক কাজ আটকে আছে, জেলা পরিষদ নিয়ন্ত্রিত হাট ও বাজার গুলির উন্নয়ন মুলক কাজ ও থমকে আছে। থমকে থাকা কাজ দ্রুত শুরু করার জন্য চেষ্টা চালানো হচ্ছে।