কোচবিহারে জল্পেশ মন্দিরে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১০

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: কোচবিহারে জল্পেশ মন্দিরে যাওয়ার পথে গাড়িতে গান বাজাচ্ছিলেন ২৭ জনের একটি দল। কিন্তু পথের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৬ জন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে একজন। তাদের সবাইকে জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গাড়িতে থাকা জেনারেটর থেকে শর্ট সার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কোচবিহারের শীতলকুচি থেকে ২৭ জনের একটি দল পিকআপে করে জলপাইগুড়ির জল্পেশ শিব মন্দিরে যাচ্ছিল। গাড়িতে ডিজেও চলছিল। তাদের গাড়িটি চ্যাংড়া বান্ধার ধরলা নদীর সেতু পার করার পর দুর্ঘটনাটি ঘটে।
আহতদের দাবি, হঠাৎ করেই গাড়ির জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়। তা থেকেই তাদের সঙ্গীদের প্রাণ গেছে।
মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা জানান, গাড়িতে থাকা জেনারেটরটি দিয়ে ডিজে বাজানো হচ্ছিল। সেই জেনারেটরটি কোনোক্রমে শর্ট সার্কিট হয়ে যায়। পিকআপ ভ্যানের যাত্রীদের চ্যাংড়া বান্ধা হাসপাতালে নিয়ে আসা হলে ১০ জনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।
গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। চালক পলাতক। দুর্ঘটনার শিকার সবাই শীতলকুচির বাসিন্দা। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।