পশ্চিমবঙ্গহেডলাইন
জলে ডুবে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

কৃষ্ণা দাস, শিলিগুড়ি: কাঁচা কাঁঠাল আনতে গিয়ে ডোবায় পড়ে মৃত্যু হল ছোট ছোট দুই ভাই বোনের। এই ঘটনায় এলাকা শোকস্তব্ধ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছি শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের জায়গীর জোত এলাকায়। মৃত দুই শিশুর নাম করিশমা সিংহ (১১) ও অজয় সিংহ (১০)। খড়িবাড়ি থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ঘরে সব্জীর অভাব তাই বাড়ি থেকে কিছুটা দুরে ফাঁকা মাঠ লাগোয়া বাগান থেকে দুই ভাইবোন কাঁচা কাঠাল আনতে যায়। কাঠাল নিয়ে ফেরার পথে মাঠ সংলগ্ন ডোবায় পড়ে যায় দুই ভাইবোন। ডোবাটি বৃষ্টির জলে ভর্তি হওয়ায় ওরা বুঝতে পারে নি। প্রথমে ছোট ভাই ডোবায় পড়ে যায়। ওর থেকে এক বছরের বড় দিদি তাকে বাঁচাতে গিয়ে সেও পড়ে যায়। এই ঘটনাটি প্রত্যক্ষ করে তাদের সাথে থাকা আরও একটি শিশু। দুই ভাইবোনকে ডুবতে দেখে সে দৌড়ে গিয়ে আশেপাশের লোকেদের খবর দেয়। সেখানকার আদিবাসী মহল্লার লোকজন চলে আসে। ডোবায় অনেক খোঁজাখুঁজির পর ওদের দেহ উদ্ধার করে খড়িবাড়ি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত্যু বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। সেইসঙ্গে কিভাবে ওই দুই শিশু জলে ডুবল, সে নিয়েও উঠছে প্রশ্ন। খড়িবাড়ি থানার পুলিশ দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যালে ময়নাতদন্তের পাঠিয়েছে। আর এদিকে জায়গীর জোতের বাসিন্দা রমেন সিংহ ও তার পরিবার দুই সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন। বারবার তারা জ্ঞান হারাচ্ছেন। সান্তনা দেওয়ার মত ভাষা কারো নেই।