মর্মান্তিক! বেআইনিভাবে কয়লা তুলতে গিয়ে দুর্গাপুরে প্রাণহানি ৫ শ্রমিকের

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ প্রজাতন্ত্র দিবসের দিন এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল দুর্গাপুরের লাউদোহা। বেআইনিভাবে কয়লা তুলতে এসে মৃত্যু হল ৫ জন শ্রমিকের।
ফরিদপুর থানার অন্তর্গত খোলামুখ খনিতে কয়লার চাপে পড়ে মৃত্যু হয় এই শ্রমিকদের। মৃতদের নাম আন্নাহরি বাউরি এবং শ্যামল বাউরি, পিঙ্কি বাউরি, নটবর বাউরি। ভোরবেলা দুর্ঘটনাটি ঘটে। স্থানীরাই পুলিশে খবর দেয়।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, খোলামুখ খনি চালু হওয়ার দিন থেকেই এখান থেকে কয়লা চুরি হয়ে আসছে। প্রতিদিন ভোর রাতে চলে অবৈধভাবে কয়লা পাচারের চেষ্টা চলে এখানে। এদিন সেভাবেই কয়লা চুরি চলছিল।
বেআইনিভাবে কয়লা কাটতে গিয়ে চাপা পড়েন অনেকে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। শিবপুর থানার পুলিশের সঙ্গে মিলে ইসিএল কর্তৃপক্ষ যৌথভাবে উদ্ধারকার্য শুরু করে। ঘটনাস্থলে আসেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীও।