fbpx
আন্তর্জাতিকহেডলাইন

হ্যালোইন উৎসব ঘিরে মর্মান্তিক ঘটনা দক্ষিণ কোরিয়ায়, পদদলিত হয়ে মৃত্যু ১৫১ জনের

যুগশঙ্খ, ওয়েবডেস্ক:  হ্যালোইন উৎসব ঘিরে মর্মান্তিক ঘটনা ঘটল দক্ষিণ কোরিয়ায়। পদদলিত হয়ে মৃত্যু হল ১৫১ জনের। নিহতদের মধ্যে ১৯ জন বিদেশি নাগরিক। এই ঘটনায় আরো অন্তত ১৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।  সেক্ষেত্রে নিহতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানী সিউলের ইথেওন এলাকায় পদদলনের ঘটনাটি ঘটে।

সিউলের দমকল বাহিনীর কর্মকর্তা চোই সুং-বিওম বলেছেন,  হ্যালোইন উদ্‌যাপনের মধ্যে একটি সরু গলিতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হলে পদদলনের ঘটনাটি ঘটেছে।

করোনাভাইরাস মহামারির কারণে সিউলে হ্যালোইন উৎসব বন্ধ ছিল। করোনা আবহে এবারই প্রথম হ্যালোইন উৎসব আয়োজন হল। সেখানে মাস্ক পরার বাধ্যবাধকতা ছিল না।

হ্যালোইন উৎসব পালনকারীদের কাছে সিউলের ইথেওন এলাকা খুবই জনপ্রিয়। গতকাল শনিবার রাতে ওই এলাকায় অন্তত এক লক্ষ মানুষ জমায়েত হয়েছিলেন।

পদদলনের ঘটনার আগে সোশ্যাল মিডিয়ায় অনেকে পোস্ট দিয়ে সেখানে অতিরিক্ত ভিড়ের কথা উল্লেখ করেছেন। কেউ কেউ এটাও বলেছেন যে, ওই স্থান নিরাপদ নয়।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, পদদলনের ঘটনার আগে সেখানে গোলমাল সৃষ্টি হয়। পুলিশ উপস্থিত জনতাকে সামাল দিতে পারেনি।

পদদলনের ঘটনাস্থলের কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেসব ভিডিওতে দেখা যায়, রাস্তার ওপর ব্যাগে করে মরদেহ রাখা হয়েছে।

জরুরি চিকিৎসাসেবা দিয়ে আহত ব্যক্তিদের বাঁচানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। রাস্তায় একজন আরেকজনের ওপর পড়ে আছেন।

 

 

Related Articles

Back to top button
Close