মর্মান্তিক! নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে কুঁড়ে ঘরে, ঘুমন্ত অবস্থায় মৃত্যু মায়ের, আহত ছেলে
প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বেপরোয়া ভাবে চলা লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা কুঁড়ে ঘরে উল্টে পড়ায় মৃত্যু হল এক মহিলার। জখম হয়েছে মহিলার ছেলেও। মৃতার নাম মানসী বাগ (৩১)। রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়না থানার শ্রীধর এলাকায়। এদিনই রায়না থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীধরপুর এলাকায় বর্ধমান আরামবাগ রোডের ধারে কুঁড়েঘরে বসবাস করতেন মহিলা ও তাঁর ছেলে। রবিবার ভোররাতে দুজনেই ওই কুঁড়েঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর চারটে নাগাদ
মহিলার বাড়ির সামনের রাস্তায় বর্ধমান মুখি একটি লরির সঙ্গে আরামবাগমুখী একটি কলা বোঝাই লরির সঙ্গে সংঘর্ষ হয়। তখনই চালক নিয়ন্ত্রণ হারালে কলা বোঝাই লরিটি কুড়ে ঘড়ে উল্টে পড়ে। লরির নিচে চাপা পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মানসীদেবীর। জখম হয় তাঁর ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
লরি সরিয়ে মহিলার ছেলেকে উদ্ধার করা হয়। তাঁকে বর্ধমান হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কলা বোঝাই লরির চালক ও খালাসি সহ দুর্ঘটনাগ্রস্ত দুটি লরিও পুলিশ আটক করেছে।