বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু ৭ জনের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনা। বিয়েবাড়ি থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৭ জনের। বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভ্যান উল্টে মৃত্যু হল ৭ জনের। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় শুক্রবার সকালে এই ভয়াবহ গাড়ি দুর্ঘটনা হয়। মৃত সাত জনের নাম হল সোমারুথু গোপাল কৃষ্ণা (৭২), কম্বলা ভানু (৩৫), সীমাদ্রি প্রসাদ (২৫), এল্লা লক্ষ্মী (১০), এল্লা দিব্যা শ্রীলক্ষ্মী (২৫), চাগান্তি হেমা শ্রীলতা (১২), পাচাকুরি নরসিংহ (২৪)।
[আরও পড়ুন- ফের কাশ্মীরে খুন হলেন ৩ বিজেপি কর্মী]
এদিন একটি বিয়েবাড়ি থেকে তাঁরা বাড়ি ফিরছিলেন। একটি ভ্যানের মধ্যে ছিল পরিবারের ২০ জন। বৃহস্পতিবার রাতে থান্টিকোন্ডা কল্যাণের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে বিয়ের অনুষ্ঠান ছিল। এরপর শুক্রবার সকালে বাড়ি ফিরছিলেন বিয়ের পাত্র ও পাত্রীর আত্মীয়স্বজনরা। সেইসময়েই দুর্ঘটনা ঘটে। হঠাৎই ব্রেক ফেল করে ভ্যানটি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। বাকি ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয় বাকি ২ জনের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।