মর্মান্তিক, পণের টাকা না পেয়ে স্ত্রীর গোপনাঙ্গে আগুন ধরিয়ে দিল স্বামী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক। স্বামী-স্ত্রীর অশান্তি চলাকালীন স্ত্রীর গোপনাঙ্গে আগুন ধরিয়ে দিল স্বামী। কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় স্ত্রর গোপনাঙ্গে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর রামমূর্তি নগরে৷ অভিযুক্ত যুবকের নাম সূরয। তার একটি পানের দোকান রয়েছে। জানা গিয়েছে, বছর খানেক আগে সূরযের বিয়ে হয়েছিল৷ গত বুধবার থেকে সূরযের সঙ্গে তাঁর স্ত্রী-র বচসা শুরু হয়৷ এরপর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে। তাঁরাই আহত অবস্থায় ওই মহিলাকে ভর্তি করেন হাসপাতালে।
[আরও পড়ুন- ‘হাত’ ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন খুশবু সুন্দর]
হাসপাতালের ভর্তি থাকাকালীন ওই মহিলা জানিয়েছেন যে, বাপের বাড়ি থেকে টাকা আনতে বলেছিল সুরয। কিন্তু সেই টাকা আনতে না পারায় অশান্তি শুরু হয়। অবশেষে তাঁর গোপনাঙ্গে আগুন ধরিয়ে দেয় সুরয। ঘটনার তদন্তে নেমেছে বেঙ্গালুরু পুলিশ৷ যদিও অভিযুক্ত পলাতক৷