fbpx
হেডলাইন

শিক্ষক দিবসে বগুলা গ্ৰামীণ হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা,বগুলা: নেতাজী ইউথ ফোর্সের কর্মধারা অব্যাহত। আজ শিক্ষক দিবস উপলক্ষে নেতাজী ইউথ ফোর্স, বগুলা গ্ৰামীণ হাসপাতাল এলাকায় চারাগাছ রোপন কর্মসূচী পালন করে। বগুলা গ্ৰামীণ হাসপাতালের সুপার তথা হাঁসখালি ব্লক স্বাস্থ্য আধিকারীক ডাঃ বীরেন মজুমদার নিজে হাতে বৃক্ষরোপনের মধ্যদিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

নেতাজী ইউথ ফোর্সের সভাপতি তন্ময় রায় জানালেন,বগুলা গ্ৰামীণ হাসপাতাল চত্বরে চারাগাছ রোপনের লক্ষমাত্রা চারশত।আজ আড়াইশো চারা রোপণ করা সম্ভব হয়েছে, অবশিষ্ট দেড়শত চারা আগামী কাল রোপণ করা হবে। হাসপাতাল চত্বরে চারাগাছ রোপন সহ বৃক্ষ সংরক্ষণ কর্মসূচি গ্ৰহণ করায়, খুশি এলাকার সর্বস্তরের মানুষ।

এক সাক্ষাৎকারে বগুলা গ্ৰামীণ হাসপাতালের সুপার ডাঃ বীরেন মজুমদার জানান, নেতাজী ইউথ ফোর্সের উদ্দোগ প্রশংসনীয় এবং বগুলা গ্ৰামীণ হাসপাতালের সার্বিক উন্নয়ণ সহ কল্যাণার্থে এই ধরনের গঠনমূলক কাজের জন্য উদ্দোক্তাদের সর্বদা স্বাগত।

Related Articles

Back to top button
Close