fbpx
আন্তর্জাতিকহেডলাইন

তীব্র কম্পনে কেঁপে উঠল জাপান, জারি সুনামির সতর্কতা, মৃত কমপক্ষে ৪

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। বুধবার রাতে প্রবল কম্পন অনুভূত হয় জাপানে। পর পর বেশ কয়েকটি কম্পন হয়েছে। কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় ৯০ জন। ভূমিকম্পের জেরে এখনও অবধি চারজনের মৃত্যুর খবর মিলেছে, আহত হয়েছেন কমপক্ষে ৯০ জন। হতা-হতের সংখ্যা বাড়ার আশঙ্কা।

ভূমিকম্পের পরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্ধকার নেমে এসেছে।

এই ভূমিকম্পের পরেই জাপানে মিয়াগি ও ফুকুশিমা অঞ্চলে সুনামির সতর্কতা জারি হয়েছে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষকে নিরাপদে নিয়ে আসার কাজ শুরু হয়েছে।  জাপানের ২০ লক্ষ বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, বুধবার মধ্যরাতের কিছুক্ষণ আগে (ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৮টা ৬ মিনিট) একাধিক ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান।  রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। দেশের পূর্ব অংশে একাধিক জোরাল ভূমিকম্প অনুভূত হয়, এর জেরে সুনামির সম্ভাবনাও তৈরি হয়েছে। এখনও অবধি ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

টোকিয়োর কাছে অবস্থিত মিনামিসোমা-ফুকুসিমা থেকে ৩৫ মাইল দূরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। ভূপৃষ্ঠ থেকে ৬০ কিমি গভীর থেকে কম্পন অনুভূত হয়েছে।

সরকারি মুখপাত্র হিরোকাজু মাৎসুনো জানিয়েছেন, “ক্ষয়ক্ষতি যাতে বেশি না হয়, তার জন্য আমরা সবরকমের চেষ্টা করছি। এখনও অবধি আফটার শক সেভাবে অনুভব করিনি আমরা। তবে অনেক সময়ই বড় ভূমিকম্পের সময় কয়েকদিন বাদেও আফটার শক বোঝা যায়। তাই সকলে সাবধান থাকুন, ভাঙাচোরা বাড়ি বা অন্যান্য ঝুঁকিপূর্ণ জায়গা থেকে দূরে থাকুন।”

ফুকুসিমা ও প্রতিবেশী মিয়াগী শহর মিলিয়ে মোট ২ জনের এখনও অবধি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

 

Related Articles

Back to top button
Close