ব্রিটেনে মানবদেহে করোনার ভ্যাকসিনের ট্রায়াল শুরু !

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণও। সংক্রমণের নিরিখে তালিকার শীর্ষে থাকা আমেরিকার পরিস্থিতি গুরুতর। এপ্রিলের মতোই ফের সেখানে গ্রাফ চড়ছে সংক্রমণের। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ব্রিটেন, সংক্রমণের হার কোথাও কমেনি । এই মারণ ভাইরাসকে ঠেকানো সম্ভব একমাত্র ভ্যাকসিনের মাধ্যমেই । আর সেই ভ্যাকসিন তৈরির কাজ অনেক দিন ধরেই শুরু করে দিয়েছে বিভিন্ন দেশ । কাজে সাফল্য কতটা এসেছে, এবার তা দেখতে মানবদেহে নতুন কোভিড ভ্যাকসিনের ট্রায়াল শুরু হল ব্রিটেনে।
আরও পড়ুন: ২৪ ঘন্টায় ফের আক্রান্ত ৪৪৫, সুস্থ ৪৮৪, মৃত ১১
সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, ব্রিটেন সরকার ৩০০ জনের শরীরে করোনার ভ্যাকসিন প্রয়োগ করে দেখবে। ব্রিটেনে করোনর এই ভ্যাকসিন তৈরি করেছেন লন্ডনের ইম্পিরিয়ল কলেজের অধ্যাপকরা। ইতিমধ্যে যে ৩০০ জনের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে আগেভাগেই তাঁদের বেছে নেওয়া হয়েছে। গোটা বিশ্বে প্রায় করোনার ১২০টি ভ্যাকসিনের ট্রায়াল চলছে। শীঘ্রই কোনও না কোনও ক্ষেত্রে সফলতা মিলতে পারে বলে আশাবাদী গবেষকরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এর আগেই মানবদেহে করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেন । গোটা বিশ্বে প্রায় ১২০টি কোভিড ভ্যাকসিন প্রোগ্রাম চালু রয়েছে । সাফল্য দ্রুত পাওয়া যাবে বলেই আশাবাদী গবেষকরা ।