কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন
মমতার উন্নয়নে মুগ্ধ আদিবাসী সমাজ: চন্দ্রিমা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘যেভাবে মাননীয়া মুখ্যমন্ত্রী বিভিন্ন পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এটা গোটা ভারতের কাছে দৃষ্টান্ত।’ মন্তব্য করলেন তৃণমূল মহিলা মোর্চার সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে তিনি এ কথা বলেন। এদিন উত্তরবঙ্গের আদিবাসী পর্ষদের পক্ষ থেকে লিওস কুজুরের হাত ধরে প্রায় ১০০ আদিবাসী মানুষ এদিন তৃনমূলে যোগদান করে। গত বিধানসভাতেও কুজুর বিজেপির প্রার্থী ছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মকান্ড মুগ্ধ হয়ে কুজুর তৃনমূলে যোগদান করেন বলে জানান চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, ‘আদিবাসীরা বিজেপির ওপর বীতশ্রদ্ধ। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী মানুষ বা চা বাগানের শ্রমিকদের জন্য যেভাবে উত্তরবঙ্গে কাজ করেছেন। সেখানে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন। তাই তারা বিজেপি ছেড়ে দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছেন। কোভিড পরিস্থিতির জন্য অনেকেই উপস্থিত হতে পারেননি। কিন্তু পরবর্তীকালে তারা সকলেই তৃণমূল ভবনে হাজির হয়ে দলে যোগ দেবেন।’ চন্দ্রিমা এদিন আরও দাবী করেন, মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের দুয়ারে দুয়ারে পরিষেবা নিয়ে হাজির হয়েছেন তা এক অনবদ্য উদ্যোগ।