করোনা মোকাবিলায় সাধারণ মানুষকে রক্ষা করতে পথচারীদের হাতে মাস্ক তুলে দিল তৃণমূল কর্মী-সমর্থকরা

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: করোনা মোকাবিলায় সাধারণ মানুষকে রক্ষা করতে পথচারীদের হাতে মাস্ক তুলে দিল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। সোমবার দলের দিনহাটা শহর ব্লক কমিটির পক্ষ থেকে শহরের পুরনো বাস স্ট্যান্ড এলাকায় পথচারীদের হাতে মাস্ক তুলে দেওয়া হয়। এছাড়াও এদিন দলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান প্রচারপত্র বিলির মধ্য দিয়ে তুলে ধরা হয়।
তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের দিনহাটা শহর ব্লক কমিটির পক্ষ থেকে এদিন দলের পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের দিনহাটা শহর ব্লক সভাপতি অসীম নন্দী, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সহ-সভাপতি বিশু ধর, যুব তৃনমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি অজয় রায় , বেনু মজুমদার, বাদল সরকার, বাবন দাস , পুরসভার কো-অর্ডিনেটর বাবলু সাহা প্রমুখ। দলের পক্ষ থেকে এদিন পথচারীদের পাশাপাশি বিভিন্ন গাড়ি থামিয়ে যাত্রীদের হাতেও মাস্ক ও প্রচারপত্র তুলে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেস নেতা অসীম নন্দী বলেন করোনা ভাইরাস নানাভাবে থাবা বসিয়েছে।
এই রোগের হাত থেকে মানুষকে রক্ষা করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানাভাবে চেষ্টা শুরু করেছে। দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে এদিন রাখি বন্ধন উৎসব উপলক্ষে করোনা ভাইরাস মোকাবিলায় পথচারীদের হাতে মাস্ক তুলে দেওয়া হয়।এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্প প্রচারপত্র বিলির মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।