রাজারহাটে দুর্গা প্রতিমা বিসর্জন ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত দুপক্ষের প্রায় ১০ জন

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: রাজারহাটে দুর্গা প্রতিমা বিসর্জন ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত দুপক্ষের প্রায় ১০ জন। রাজারহাট থানায় দুপক্ষের অভিযোগ দায়ের। তবে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার বা আটক হয়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ।
রাজারহাট থানা এলাকার বাজেতরফ মিলন সংঘের দুর্গা প্রতিমা বিসর্জন ছিল সোমবার। ক্লাবের মাঠে ঠাকুর বিসর্জন এর সময় তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পক্ষের দাবি বিসর্জন এখুনি হবে আর এক পক্ষের দাবি একটু দেরি করে করা হবে। সেই নিয়ে মারামারি বেঁধে যায়। বিজেপির অভিযোগ, তাদের বাড়িতে বাড়িতে রাতে তৃণমূলের লোকজন চড়াও হয়। ভাঙচুর চালানো হয়।
[আরও পড়ুন- করোনা কেড়ে নিল এক কৃতী চিকিৎসকের প্রাণ, মেদিনীপুর শহরে শোকের ছায়া]
তৃণমূলের অভিযোগ, তাদের বাড়িতেও ভাঙচুর চালিয়েছে বিজেপির লোকজন। খবর পেয়ে রাতে রাজারহাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পর মঙ্গলবার সকালে আবার পরিস্থিতি উতপ্ত হয়ে ওঠে। এর পর আবার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষই রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেছে।