fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

ভাটপাড়ার দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ, গুলি, বোমাবাজি

অলোক কুমার ঘোষ, ব্যারাকপুর: উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় ফের অশান্তি। ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে বিজেপির দলীয় কার্যালয় দখল করাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের রামনগর এলাকায় বিজেপির দলীয় কার্যালয় বৃহস্পতিবার রাতে দখল নিতে আসে বহিরাগত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেই সময় বিজেপি কর্মীরা ওই দলীয় কার্যালয়ের বাইরে পুকুর পাড়ে পিকনিক করছিল। সেই সময় বাইকে করে আসা দুষ্কৃতীরা ওই বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে এলপাথাড়ি গুলি চালাতে শুরু করে। গুলি স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরেও ঢুকে যায় বলে অভিযোগ। এদিকে এই ঘটনার পাল্টা প্রতিরোধ করে বিজেপি কর্মীরাও।

[আরও পড়ুন- সরকারি স্কুল থেকে পড়ুয়াদের চাল চুরি, প্রধান শিক্ষকের বদলির দাবি গ্রামবাসীদের]

দুই পক্ষের মধ্যে শুরু হয় বোমাবাজি। এই সংঘর্ষে জড়িয়ে উভয় পক্ষের অন্তত ৭ জন জখম হন। জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। গোটা ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। তাঁরাই খবর দেন ভাটপাড়া থানার পুলিশকে। পুলিশ এই ঘটনায় বেশ কয়েক জন দুষ্কৃতিকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, “তৃণমূল বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে আমাদের দলীয় কার্যালয় দখলের চেষ্টা করেছিল। পুলিশের সামনে আমাদের কর্মীদের লক্ষ্য করে গুলি ও বোমাবাজি করে দুষ্কৃতীরা। অন্যদিকে  ঘটনার পর স্থানীয় তৃণমূল নেতা জীতেন্দ্র সাউ বলেন, “ওরা আমাদের পার্টি অফিস দখল করে বসে আছে। সেটা নিয়ে যত গন্ডগোল। ওরাই আমাদের কর্মীদের উপর হামলা করেছে।”

 

 

Related Articles

Back to top button
Close