বিধায়ক অরূপ খাঁ-এর নেতৃত্বে রামসাগরে তৃণমূলের রক্তদান শিবির

অতনু রায়, বাঁকুড়া: সারাবিশ্বে চলছে করোনাময় পরিস্থিতি। এই পরিস্হিতিতে বাঁকুড়া জেলার ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের অভাব। ঠিক এরকম পরিস্থিতিতে রক্তের অভাব-এর কথা চিন্তা করে এগিয়ে এলেন ওন্দার বিধায়ক অরূপ খাঁ। তাঁর নির্দেশে রামসাগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হয়ে গেল একটি রক্তদান শিবির।
যেখানে প্রায় ৭০ জন কর্মী-সমর্থকরা রক্ত দেন। বিধায়ক অরুপ খাঁ বলেন, “আমরা সারা বছর মানুষের পাশে থাকতে চাই এভাবেই, তিনি খবর পেয়েছিলাম ব্লাড ব্যাংক গুলিতে রক্তের অভাব। তাই তিনি ওন্দা ব্লকের প্রতিটি অঞ্চলে ব্লাড দেওয়ার জন্য কর্মীদের নির্দেশ দেন। কারণ রক্তদান জীবন দান, তিনি চান এই পরিস্থিতিতে মানুষের এখন রক্ত দান করা উচিৎ। রক্ত দানের মাধ্যমে তিনি বলেন, মমতা ব্যানার্জির সরকার সবসময় মানুষের পাশে আছে। এছাড়া এখানে উপস্থিত ছিলেন অভিরূপ খাঁ, ওন্দা ব্লক সহ সভাপতি আশীষ দে, ভবানী মোদক, শ্যামল মুখার্জি, অর্পিতা চক্রবর্তী, চম্পা বাউরী, গৌতম চক্রবর্তী সহ অনেকেই।