তৃণমূল কংগ্রেস মানেই ঘোষণা আর প্রতিশ্রুতি : মহাদেব সরকার

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর: কিছু হোক না হোন, ঘোষণা আর প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিতে অসুবিধা কোথায়?আর এখন রাজ্যে তৃণমূল কংগ্রেস সেই পথে’ই হাঁটছে। অনেক আগেই বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, রাজ্যের মানুষের জন্য সব কাজ করে দিয়েছি, তাহলে প্রশ্ন, সব কাজ করে ফেললে এখন তাহলে কি জন্য দুয়ারে দুয়ারে সরকার কে যেতে হচ্ছে?
পরিসংখ্যান বলছে, তৃণমূল নেত্রী তথ্য অনুযায়ী কথাবার্তা বলার ধার ধারেন না,ফলে গোড়াতেই থেকে যায় গলদ,আর এর জন্য ফল ভোগ করতে হয় রাজ্যবাসীকে। পরিস্থিতি বদলানোর একটাই পথ, রাজ্যে রাজনৈতিক পটভূমির পরিবর্তন, অন্যথায় বাংলার অগ্ৰগতি অসম্ভব,অভিমত ভারতীয় জনতা কৃষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকারের। আজ এক সাক্ষাৎকারে মহাদেব বাবু আরো জানালেন, বাংলায় তৃণমূল কংগ্রেসের অপশাসনের অবসান একমাত্র আদর্শবাদী রাজনৈতিক দল বিজেপি ই করতে পারে। সবকা সাথ, সবটা বিকাশ এবং সবকা বিশ্বাস কর্মসূচির মধ্যদিয়েই সেটা সম্ভব। মোদীজীর স্বচ্ছ ভারত মিশন বাস্তবায়িত করার ক্ষেত্রে দেশের প্রতিটি নাগরিকের অংশগ্ৰহন অত্যন্ত জরুরি। বাংলার নাগরিক বৃন্দের আছে আহ্বান, আসুন আমরা রাজ্য তথা দেশকে এগিয়ে নেওয়ায় লক্ষে একে অপরের হাত ধরে সম্প্রীতির বাতাবরণ তৈরির মধ্যদিয়ে নতুন বাংলা তথা ভারতবর্ষ গড়ে তুলি।