পশ্চিমবঙ্গহেডলাইন
আসন্ন নির্বাচনকে লক্ষ্য করে তৃণমূল কংগ্রেসের জনসংযোগ যাত্রা

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: শিয়রে বিধানসভা নির্বাচন। আর নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস জনসংযোগ যাত্রা শুরু করল প্রত্যন্ত সুন্দরবন এলাকায়। জানা গিয়েছে, বসিরহাট মহাকুমার মিনাখা ব্লকের বামন পুকুর পঞ্চায়েতের পশ্চিম বামন পুকুর গ্রামে তফশিলি সংলাপ অভিযান এর মধ্য দিয়ে জনসংযোগ যাত্রা করল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: ভয়ানক পরিণতি, মুসলিম ধর্মগুরুর কার্টুন দেখানোয় শিক্ষকের মুণ্ডু কেটে নিল জঙ্গিরা
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামন পুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাকিলা খাতুন বিবি, উপপ্রধান মধুসূদন মাইতি, অঞ্চল সভাপতি হাফিজুল জমাদার, জিয়ারুল হক মোল্লা, মিনাখা পঞ্চায়েত সমিতির স্বাস্থ্যের কর্মদক্ষ উজ্জল কুমার মাইতি, বিধায়িকা ঊষা রানী মন্ডল, মিনাখা বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল ও আরও অনেকে।