সাহেবপতায় অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান

সুমিত কার্যী, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের সোনাপুর সংলগ্ন এলাকার সাহেবপোতা অঞ্চল অফিস সংলগ্ন ময়দানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এ বছরে দ্বিতীয় বছরে পড়লো । প্রদীপ পজ্জলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।ব্লক সভাপতি মনোরঞ্জন দে নেতৃত্বে বিজয় সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়,তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী , সবাইকে বরণ করে নেওয়া হয়।
এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । তৃণমূল কংগ্রেসের ১ নং ব্লক সভাপতি মনোরঞ্জন দে বলেন, বিজয়া সম্মেলন অনুষ্ঠানে সবাইকে স্বাগতম জানাই এবং সবাই যেনো একসঙ্গে মিলে মিশে কাজ করা যায় সে বিষয়ে বার্তা দিলেন। আজকে সবাইকে নিয়ে বিজয়া সম্মেলন করা হল। যে সমস্ত দুর্গা পুজোর কমিটি গুলো ভালো পারফরমেন্স করছে তাদেরকে প্রত্যেককে স্মারক সম্মান তুলে দেওয়া হল ।