পশ্চিমবঙ্গহেডলাইন
সাত দফা দাবীতে প্রধানকে ডেপুটেশন তৃণমূলের

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের ভল্কা বারবিশা এক নম্বর অঞ্চল কমিটি সাত দফা দাবী নিয়ে তৃণমূল কংগ্রেস ডেপুটেশন দিল প্রধানকে। ভল্কা বারোবিশা এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি রতন চন্দ্র পন্ডিত জানান এদিন সাত দফা দাবীতে দলের পক্ষ থেকে যেসব দাবী জানিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে সেগুলো হল একশ দিনের কাজে দলবাজি ও স্বজন পোষন বন্ধ করে স্বচ্ছতা আনয়ন, গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়ন মুলক কাজে গতি আনা, টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনয়ন, উপসমিতি গুলির সভায় বিরোধী দলের সদস্যদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করন সহ আরও কয়েকটি দাবী। প্রধান দাবী পত্র গ্রহন করে সেগুলি সম্পর্কে যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন বলে আশ্বাস দেন।