তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষ, উত্তপ্ত বেহালার চড়কতলা, চলল গুলি

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ বেহালা ১২১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মঙ্গলবার রাত থেকে দফায় দফায় চলে সংঘর্ষ। ভাঙচুর করা হয় রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়ি। অভিযোগ পুলিশের সামনেই গুলি চালায় দুষ্কৃতিরা। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। সূত্রে খবর এলাকায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ বহুদিনের। এখন তা চরম আকার নিয়েছে। এই ঘটনায় ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনায় এখনও পর্যন্ত এগারো জন কে গ্রেফতার করা হয়েছে।
চড়কমেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বেহালার চড়কতলায়। মঙ্গলবার রাত থেকে চলে তাণ্ডব। এলাকাবাসীর অভিযোগ, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। দুই পক্ষের মধ্যে বোতল ছোড়াছুড়ি থেকে, গাড়ি ভাঙচুর করা হয়। এমনকী গুলিও চলে। আহত বেশ কয়েকজন। পুলিশের সামনেই চলে তাণ্ডব। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর থেকে মারধরের অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে আটক করেছে পুলিশ। ঘটনায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের কথা অস্বীকার করেছে তৃণমূল কাউন্সিলার রূপক গঙ্গোপাধ্যায়। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে রয়েছে বেহালা থানা, পর্ণশ্রী, লালবাজার থানা। ঘটনায় সোমনাথ বলে তৃণমূলের যুব নেতার নাম উঠে এসেছে। তবে সোমনাথের খোঁজে পুলিশ। তবে এই তৃণমূল যুব নেতার বাড়ির অভিযোগ, তার ছেলে এই ঘটনায় যুক্ত নয়। তাকে ফাঁসানো হচ্ছে।