fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

কলেজে ভর্তি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে এক ছাত্র পরিষদ নেতার ওপর হামলার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

মিল্টন পাল,মালদা: কলেজে ভর্তি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে এক ছাত্র পরিষদ নেতার ওপর হামলার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদ নেতার বিরুদ্ধে। পাল্টা ছাত্র পরিষদ নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের।গ্রাম্য বিবাদের জেরে ঘটনা দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। ঘটনা ঘিরে চাঞ্চল্য মালদার চাঁচোলের বীরোস্থল এলাকায়। উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।

 

জানা গিয়েছে,রবিবার রাতে চাঁচোলের টিএমসিপি নেতা বাবু সরকার দলবল নিয়ে ছাত্র পরিষদ নেতা দিল্লু কাজির বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। মারধর করা হয় দিল্লু কাজী নামে ওই ছাত্র পরিষদ নেতাকে। এরপর তৃণমূল ছাত্র পরিষদের নেতা স্থানীয় প্রধানকে সমস্ত ঘটনা জানায় এরপরই প্রধানের নেতৃত্ব দলবল তার বাড়িতে চড়াও হয়ে মারধর ও বাড়ি ভাঙচুর করে। গুরুতর জখম অবস্থায় ছাত্র পরিষদের নেতা চাঁচল হাসপাতালে চিকিৎসাধীন। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করে টিএমসিপি নেতা বাবু সরকারের। তিনি অভিযোগ করেন, দলীয় কাজ সেরে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালায় ছাত্র পরিষদ কর্মীরা। বাঁশ দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়।তারা যে অভিযোগ করছে সমস্ত অভিযোগ ভিত্তিহীন। এই ঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।যদিও জেলা তৃণমূল নেতৃত্বের দাবি গ্রাম্য বিবাদের কারণে এই ঘটনা ঘটেছে।

তৃণমূলের মালদা জেলার মুখপাত্র শুভময় বসু বলেন, পুরনো বিবাদের জেরে ঘটনা এড়াতে কংগ্রেস ও তার ছাত্র সংগঠন ছাত্র পরিষদ রাজনৈতিক রঙ ছড়াতে চাইছে।আইন রয়েছে আইন অনুযায়ী তদন্ত করে প্রশাসন ব্যবস্থা নেবে।

কংগ্রেসের জেলার কার্যকরী সভাপতি কালী সাধন রায় বলেন, নিজেদের শাখা সংগঠন গুলির উপর কোন নিয়ন্ত্রন নেই তৃণমূলের।এই শাখা সংগঠনগুলি তোলাবাজির আখড়া হয়ে দাঁড়িয়েছে এবং যখনই কেউ এর প্রতিবাদ করছে তাদের ওপর হামলা চালাচ্ছে তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Back to top button
Close