fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

সালিশি সভায় জোড়া খুনে গ্রেফতার তৃণমূল নেতা

বিশ্বজিত হালদার, ঢোলাহাট: খুনের ঘটনায় গ্রেফতার হল তৃণমূল নেতা।‌ দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের আমিরপুরে সালিশি সভায় ২ যুবক খুনের ঘটনায় তৃণমূল নেতা ওমর ফারুক হালদারকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার তাঁকে কাকদ্বীপ মহকুমার আদালতে তোলা হলে বিচারক ১৪ জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

এই খুনের ঘটনায় ‌এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হল। ওমর ফারুক মথুরাপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির শংকরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ও মাদারপাড়া সিদ্দিকিয়া এমএসকে মাদ্রাসার শিক্ষক।  উল্লেখ্য, চলতি মাসে জমি বিবাদকে কেন্দ্র করে স্থানীয় আমিরপুরে সালিশি সভায় গুলিবিদ্ধ হয় দুই যুবক রফিকুল মীর(২৬) ও আসাদুল কয়াল(২৬)। তাঁদেরকে প্রথমে নিয়ে যাওয়া হয় কুলপি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে তাঁদের ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে পাঠানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় রেফার করা হয়। ওইদিনই মারা যায় রফিকুল মীর। পরদিন মারা যায় আসাদুল। সেই মৃত্যুর ঘটনায় ২ আগস্ট রবিবার ঢোলাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃত রফিকুলের বাবা তৈয়ব আলী মীর। সেই লিখিত অভিযোগে উঠে আসে ওমর ফারুক হালদারের নাম। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তৃণমূল নেতাকে গ্রেফতার করল। এই গ্রেফতারি প্রসঙ্গে মুখ খুলতে চাননি স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Related Articles

Back to top button
Close