রাতের অন্ধকারে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতিকে ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপ

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতিকে কুপিয়ে খুনের চেষ্টা। উওর ২৪ পরগনা জেলার বসিরহাট এক নম্বর ব্লকের সোলাদানা গ্রামের ঘটনা। জানা যায়, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রশান্ত ঘোষকে রাতের অন্ধকারে এলোপাথাড়ি কোপায় একদল দুষ্কৃতী।
সোমবার রাত সাড়ে নটা নাগাদ সোলাদানা বাজার থেকে বাড়ি ফিরছিলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রশান্ত ঘোষ। সেই সময় বসিরহাট থানার নারায়ণপুরের কাছে একটি ফাঁকা জায়গায় একদল সশস্ত্র দুষ্কৃতী তার পথ আটকে দাঁড়ায়। তার চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে যায়। অবস্থা বেগতিক দেখে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় প্রশান্ত ঘোষকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: উত্তেজনা… ডোকলাম থেকে ৭ কিমি দূরে চিনা বাঙ্কার! উপগ্রহ চিত্রে ধরা পড়ল ছবি
গোটা ঘটনায় শুরু রাজনৈতিক চাপান-উতোর। তদন্ত শুরু করেছে পুলিশ।