পশ্চিমবঙ্গহেডলাইন
কৃষি বিলের বিরোধিতা করে যশোর রোডে তৃণমূল-এর বিক্ষোভ, অবরোধ কুশপুত্তলিকা দাহ

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরোধিতা করে রাস্তায় নেমেছে বাম, কংগ্রেস, তৃণমূল। শুক্রবার দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন বিক্ষোভ অবরোধ চলার পরে শনিবার সকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চাঁদপাড়া যশোর রোডের উপরে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা ও নাঙ্গল নিয়ে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করা হয় l
আরও পড়ুন: আমফানের ক্ষতিপূরণের রিপোর্ট নিয়ে রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট
পরবর্তীতে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকায় জুতো মেরে দাহ করা হয় l আধ-ঘন্টা যশোর রোড অবরোধ করে রাখা হয় l যুব তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলা কার্যকরী সভাপতি অভিজিৎ বিশ্বাস জানান, অবিলম্বে এই বিল প্রত্যাহার করতে হবে না হলে আমাদের আন্দোলন দীর্ঘদিন চলাতে বাধ্য হব।