পশ্চিমবঙ্গহেডলাইন
বিজেপি নেতা জয় ব্যানার্জির গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের
যোগ দিতে পারলেন না দলীয় অনুষ্ঠানে

গোপাল রায়, আরামবাগ: দলীয় অনুষ্ঠানে আসতে গিয়ে তৃণমূল কর্মীদের হাতে বাধা পেয়ে ফিরে যেতে হল বিজেপি নেতা জয় ব্যানার্জিকে। আরামবাগে বিজেপির শ্রমিক সংগঠনের এক রক্তদান শিবির ছিল সেই রক্তদান শিবিরে আসার সময় বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক বিজেপি নেতার পথ আটকায়।অভিযোগ, এমনকি তার উপর লাঠি হাতে ছুটে আসেন এই তৃণমূল কর্মীরা।
আরামবাগ থানার অন্তর্গত চুয়াভাঙ্গার প্রাথমিক বিদ্যালয়ে বিজেপির পক্ষ থেকে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । যেখানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন জয় ব্যানার্জি । তবে রক্তদান শিবিরে পৌঁছানোর আগেই তৃণমূলের হাতে তার গাড়ি ঘিরে রাখলে পুলিশের হস্তক্ষেপে তাকে বের করা হয় । অনুষ্ঠানে যোগদান না দিয়ে ফিরে যান বিজেপি নেতা জয় ব্যানার্জি । বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল এখন করোনার টাকা এপিট ওপিট হয়ে গেছে। তৃণমূল এখন করোনা আতঙ্ক আর তৃণমূল নাম শুনলেই আতঙ্ক। করোনা আবহে রক্তের খুবই প্রয়োজন কারণ রক্তের খুবই অভাব। সেই উদ্দেশ্যে বিজেএমটিউ উদ্যোগে একটি রক্তদান শিবির করেছিল। তাকে উৎসাহ দেবার জন্য আমি নিজে কলকাতা থেকে ছুটে আসি ওই রক্তদান শিবির অনুষ্ঠানে। কিন্তু তৃণমূল এতটা নৃশংস হয়ে গেছে অমানবিক হয়ে গেছে যে রক্তদান শিবিরও ঠিকঠাক করে করতে দিচ্ছে না। এটাতেই প্রমাণ হয় তৃণমূলের মানবিক মুখ নেই। মানুষ সব দেখছে মানুষ ২০২১ এর জবাব দেবে বলে জানান জয় বন্দ্যোপাধ্যায়।