কেন্দ্রের নতুন কৃষি আইন বাতিলের দাবিতে দিনহাটায় তৃণমূলের পথসভা

নিজস্ব প্রতিনিধি, দিনহাটা: কেন্দ্রের নতুন কৃষি আইন বাতিলের দাবিতে দিনহাটা ১ ব্লকের গোসানিমারি অঞ্চলে তৃণমূলের পথসভা অনুষ্ঠিত হল। শুক্রবার সন্ধ্যায় এই পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন, তৃণমূলের এসসি এসটি ওবিসি সেলের দিনহাটা এক ব্লক সভাপতি পুলক চন্দ্র বর্মন, সংখ্যালঘু সেলের মোস্তফা খন্দকার প্রমুখ।
এদিনের এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, “কেন্দ্রের বিজেপি সরকার কৃষকের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছে। নতুন কৃষি আইন প্রণয়ন করেছে এতে কৃষকদের সর্বনাশ হবে। এমনিতেই কৃষকরা তাদের কৃষি ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন বছরের পর বছর ধরে। নয়া এই আইন প্রণয়নে কৃষকদের আর্থিক অবস্থা এক করুণ পরিণতির দিকে চলে যাবে। কেন্দ্রীয় সরকার রেল ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন লাভজনক সংস্থা বেসরকারি মালিকদের হাতে তুলে দিচ্ছে। এতে দেশের আর্থিক পরিস্থিতি আরও করুণ অবস্থায় চলে যাবে। একশ্রেণীর মালিকদের হাতে দেশের সম্পদ আরও কুক্ষিগত হবে।”