সবং ব্লকের ১০নং ভেমুয়া অঞ্চলে তৃণমূলের বিজয়া সম্মিলনী

সুদর্শন বেরা, পশ্চিমমেদিনীপুর: পশ্চিমমেদিনীপুর জেলার সবং ব্লকের ১০নম্বর ভেমুয়া অঞ্চলে তৃণমূলের উদ্যোগে বিজয়া সম্মিলনী সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডা. মানস রঞ্জন ভুঁঞা, বিধায়ক গীতা রানী ভুঁঞা। এছাড়াও উপস্থিত ছিলেন বিকাশ রঞ্জন ভুঁঞা ও পঞ্চায়েত সমিতির সভাপতি হাজারা বিবি ও সবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আবুকালাম বক্স, মৌসুমী দাস(দত্ত), তরুণ মিশ্র ও যুব তৃণমূলের সবং ব্লক সভাপতি নিশিকান্ত কর সহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত সকলের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করার পর রাজ্যসভার সাংসদ ডা. মানস ভূঁঞা বলেন, সামনে বিধানসভা নির্বাচন। তাই এখন থেকে দলীয় কর্মীদের দলকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানুষের কাছে যেতে হবে। তাদের অভাব-অভিযোগ শুনতে হবে। সেই অভাব অভিযোগগুলি সমাধান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সেইসঙ্গে তিনি আরও বলেন, দলে কোথাও কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবেন। সাম্প্রদায়িক শক্তি বিজেপি বাংলা জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। কোথাও কেউ মারা গেলে তাকে দলীয় কর্মী বলে চালাচ্ছে। তাই বিজেপির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এক হতে হবে। তাঁর কথায়, রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের উন্নয়নে কি কি কাজ করেছে তা মানুষের সামনে তুলে ধরতে হবে। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি। তাই কেন্দ্র সরকারের মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এক হয়ে আন্দোলন করতে হবে।
তিনি জানান, কৃষকবিরোধী কৃষি বিল কেন্দ্র সরকার পাশ করিয়েছে। যে কৃষি বিল বাংলা তথা ভারতবর্ষের কৃষকদের পক্ষে ক্ষতিকর। তাই ওই বিলের বিরুদ্ধে সকলকে আন্দোলন করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় থাকবেন বাংলায় কোনওদিন কৃষি বিল চালু হবে না। সেইসঙ্গে করোনা পরিস্থিতিতে সকলেই সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক ব্যবহার করে চলারও পরামর্শ দেন। বাংলার উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্তিশালী করে তোলার জন্য তৃণমূলকে শক্তিশালী করতে হবে। বিজেপি যতই উৎপাত করুক না কেন বিজেপিকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে। তৃতীয়বারের জন্য ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে সরকার গঠন করবে তাই বিজেপি প্ররোচনায় তিনি পা না দেওয়ার জন্য দলীয় কর্মীদের আহ্বান জানান তিনি। সেইসঙ্গে সকলকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করার নির্দেশও দেন।