পশ্চিমবঙ্গ
তৃণমূলের বঙ্গধ্বনি অভিযানের সুচনা কুমারগ্রাম ব্লকে

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: বঙ্গধ্বনি অভিযানের শুভ সুচনা হল কুমারগ্রাম ব্লকে। শুক্রবার কুমারগ্রাম ব্লক তৃণমূলের উদ্যোগে বারোবিশায় মিছিল ও পথসভার মাধ্যমে এই কর্মসুচীর সুচনা করেন তৃণমূলের কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশ চন্দ্র রায়। তিনি জানান, রাজ্য জুড়ে এই কর্মসূচি শুরু করা হয়েছে দলের সুপ্রীমো মমতা বন্ধ্যোপাধ্যায়ের নির্দেশে।
এদিন তৃনমুল কর্মীদের এক বিশাল মিছিল চকচকা থেকে যাত্রা করে বারোবিশা চৌপথিতে এসে শেষ হয়। সেখানেই পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন তৃণমূলের জেলা ও ব্লক নেতৃত্ব।