মুখ্যমন্ত্রীর জনসভার সমর্থনে কেশপুরে তৃণমূলের মহামিছিল

সুদর্শন বেরা, পশ্চিম মেদিনীপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার সমর্থনে কেশপুরে তৃণমূলের মহামিছিলের আয়োজন করা হল। বৃহস্পতিবার তৃণমূল নেতা মহম্মদ রফিকের নেতৃত্বে কেশপুরে বিশাল মিছিল হয়। কয়েক হাজার মানুষ ওই মিছিলে অংশ নেয়। মহম্মদ রফিক জানান, কেশপুরের মানুষকে সিপিএমের সন্ত্রাসের হাত থেকে মুক্ত করেছিলেন নেত্রী মমতা ব্যানার্জি। তাই কেশপুরের মানুষ শপথ নিয়েছেন যে তারা দিদির সঙ্গেই থাকবেন। তাই দিদির জনসভায় মেদিনীপুর কলেজ মাঠে যোগ দেওয়ার জন্য আবেদন জানিয়ে বৃহস্পতিবার কেশপুর বাজারে মহা মিছিলের আয়োজন করা হয়।ওই মিছিলে পাঁচ হাজারের ও বেশি মানুষ সামিল হয়েছিলেন।
উল্লেখ্য, আগামী ৭ ডিসেম্বর মেদিনীপুর সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর কলেজ মাঠে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তারই জনসভাকে সফল করার জন্য এই মিছিল আয়োজন করা হয়। মহম্মদ রফিক বলেন, কেশপুরের মানুষ দিদি মমতার সাথে রয়েছেন তা ২০২১ সালের বিধান সভা নির্বাচনে ফের প্রমাণিত হবে। কেশপুরের মানুষ বিজেপি ও সিপিএমকে এক সঙ্গে বিদায় জানাবে। যারা এক সময় শান্ত কেশপুরকে রক্তাক্ত করেছিল, তারা এখন বিজেপি নেতা হয়ে কেশপুরকে অশান্ত করার চক্রান্ত করার চেষ্টায় রয়েছেন। কিন্তু কেশপুরের মানুষ সজাগ রয়েছেন। তাই কেশপুর থেকে দিদির সভায় হাজার হাজার মানুষ যোগ দিবেন বলে তিনি জানান।