নদিয়ায় বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে তৃণমূলের হার্মাদ বাহিনীর হামলা

নিজস্ব প্রতিনিধি, নদিয়া : ফের উত্তপ্ত হয়ে উঠলো নদিয়ার হাঁসখালি থানা এলাকার মামজোয়ান অঞ্চল। সোমবার বিজেপি নদিয়া জেলা দক্ষিণ,৩৮ নং মন্ডলের উদ্দোগে মামজোয়ান গ্ৰাম পঞ্চায়েতের ১ নং বুথে গৃহ সম্পর্ক অভিযানে সামিল হন বিজেপি নেতা তথা ৩৮ নং জেড পি-র মন্ডল সভাপতি তিলক বর্মন, বিজেপি নদিয়া জেলা দক্ষিণের সম্পাদিকা প্রিয়াঙ্কা মন্ডল, ৩৮ জেড পি-র সম্পাদক বিজিৎ রায়, শীর্ষেন্দু বিশ্বাস সহ এলাকার দলীয় সমর্থকেরা। হঠাৎ তাদের উপর তৃণমূলী হামলায় কর্মসূচি স্থগিত রাখতে বাধ্য হন বিজেপি নেতৃত্ব।
হামলাকারীদের অভিযোগ, এখানে বিজেপির কোন কর্মসূচি পালন করা চলবে না এবং তাদের আরো দাবি,মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির নানা প্রকল্পের সুবিধা ভোগের মধ্যদিয়ে সংশ্লিষ্ট এলাকার জনগণ উপকৃত,এখানে রাজ্যের শাসক বিরোধী অন্য কোন রাজনৈতিক দলের কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা, বিজেপির কর্মী সমর্থকেরা খবর পেয়ে ঘটনাস্থলে ক্রমশ জড়ো হতে থাকে, অবস্থা বেগতিক দেখে ক্রমশঃ পিছু হটে এলাকা ত্যাগ করে তৃনমূলের হার্মাদ বাহিনী। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয়েছে বিজেপি নেতৃত্ব। ৩৮ নং জেড পি-র মন্ডল সভাপতি তিলক বর্মন জানান,বিজেপির পক্ষ থেকে আগামীতে খুব অল্প সময়ের ব্যবধানে ঘটনার প্রতিবাদে মামজোয়ানে খুব বড়ো জমায়েত করা হবে।