কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে কোলাঘাট স্টেশন চত্ত্বরে তৃণমূলের অবস্থান

বাবলু ব্যানার্জি, কোলাঘাট: কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে কোলাঘাট ব্লক তৃণমূল কংগ্রেস অবস্থান বিক্ষোভে শামিল হল। কোলাঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ কেন্দ্রীয় সরকার একের পর এক মানুষের স্বার্থ বিরোধী কাজের নমুনা রাখছে। এই কাজের জন্য মানুষ আজ অসহায় বোধ করছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই স্টেশন চত্ত্বরে কোলাঘাটের তৃণমূল নেতৃত্ব বিক্ষোভ। সম্প্রতি কেন্দ্রীয় সরকার যে কৃষি বিল লোকসভা এবং রাজ্যসভার পাশ করিয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন কোলাঘাট ব্লকের তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা রাজু কুন্ডু।
তিনি বলেন, মা মাটি মানুষের সরকার মানুষের স্বার্থ বিরোধী কাজের বিরুদ্ধে আগেও পথে নেমেছে এখনো পথে নেবে আন্দোলনে থাকবে। রেলের বেসরকারীকরণ থেকে শুরু করে বাংলাকে বঞ্চনার করা হচ্ছে কেন সেই বিষয়েও প্রতিবাদে সামিল হয় শ্রী কুন্ডু। কোলাঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের মেন্টর অসিত ব্যানার্জি বলেন, বাংলার বঞ্চনার বিরুদ্ধে এই প্রতিবাদ। সাধারণ মানুষের পাশে থেকেই আন্দোলন, আগামী দিনে চলবে বলে তিনি বক্তব্য তুলে ধরেন। এছাড়া এই অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরের নেতৃত্বদের উপস্থিতি লক্ষ্য করা যায়।