বাংলার সঙ্গে ত্রিপুরাতেও চালু হচ্ছে না বিমান পরিষেবা
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আজ থেকে ত্রিপুরাতেও চালু করা হচ্ছেনা বিমান পরিষেবা। আপাতত আজ থেকে কলকাতা ও বাগডোগরা থেকে বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত থেকে পিছু হঠেছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, ‘আজকের পরিবর্তে আগামী ২৮ তারিখ থেকেই রাজ্যে ফের বিমান পরিষেবা চালু হবে।
যেহেতু আগরতলা থেকে কলকাতার মধ্যেই সবচেয়ে বেশি বিমান চলাচল করে, তার জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, মারণ করোনা ভাইরাসের জেরে লকডাউনের মধ্যেই ২৪ মার্চ থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল অভ্যন্তরীণ বিমান পরিষেবা। প্রায় দু মাস পর অভ্যন্তরীণ বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান পরিবহণ দফতর।
আজ সোমবার থেকেই পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ বাদে বাকি রাজ্যগুলিতে বিমান পরিষেবা চালুর কথা ঘোষণা করেছিলেন তিনি। তিনি জানিয়েছিলেন যে, ‘অন্ধ্রপ্রদেশে ২৬ মে অর্থাৎ মঙ্গলবার এবং পশ্চিমবঙ্গে ২৮ মে অর্থাৎ বৃহস্পতিবার বিমান পরিষেবা চালু হবে। বাকি রাজ্যগুলিতে ২৫ মে থেকেই বিমান পরিষেবা চালু হবে।’
কিন্তু এরপরেই বিমান পরিষেবা চালু না করার কথা জানিয়েছেন আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের শীর্ষ আধিকারিকরা।