বাঁশ কাটাকে কেন্দ্র করে তুমুল অশান্তি, ঘটনায় আহত বিশেষভাবে সক্ষম সহ ৪

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: বাঁশ কাটাকে কেন্দ্র করে তুমুল ঝামেলা। ঘটনায় আহত বিশেষভাবে সক্ষম সহ ৪। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের সোনাপুকুর গ্রামের ঘটনা। দুই শতক জমির ওপর একটি বাঁশ বাগানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিজয় মণ্ডল এবং বলাই মণ্ডল-এর পরিবারের মধ্যে বিবাদ চলছিল। এই নিয়ে বসিরহাট মহকুমা আদালতে জমি সংক্রান্ত মামলাও চলছে। সেই মামলার সত্বেও জোরপূর্বক বাঁশ কাটতে আসে তাতে বাধা দিতে গেলে বিশেষভাবে সক্ষম জামাইবাবু সহ চারজনকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে বলাই মণ্ডল এবং তার লোকজন।
আরও পড়ুন- নির্বাচন ২০২১ : রাজ্যে বিজেপির দেওয়াল লেখা শুরু
এই ঘটনায় একজনের অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কাজনক অবস্থা ৩৬ বছরের বিজয় মণ্ডল, ২৮ বছরের বিশাখা মণ্ডল, ৩৩ বছরের লক্ষী মণ্ডল, ৪১ বছরের বাসুদেব মণ্ডলের। এদেরকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে হাড়োয়া থানায়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।