fbpx
আন্তর্জাতিকহেডলাইন

১০ বছর কোনও আয়কর দেননি ট্রাম্প: নিউইয়র্ক টাইমস

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোটের নতুন বিচারপতি নিয়োগ সংক্রান্ত বিতর্ক চলছে মার্কিন মুলুকে। এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করফাঁকির অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস।

পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প যে বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হন, সেই ২০১৬ সাল এবং হোয়াইটে হাউসে প্রবেশের বছর ২০১৭ সালে মাত্র ৭৫০ ডলার করে আয়কর দিয়েছেন। এ ছাড়া ২০০০ সাল থেকে ২০১৬ পর্যন্ত ১৫ বছরের মধ্যে ১০ বছরই কোনো আয়কর দেননি ট্রাম্প।

তবে, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার কোম্পানির করফাঁকি-সংক্রান্ত নথি নিউইয়র্ক টাইমসের হাতে এসেছে, তাকে ‘ভুয়া’ বলে অভিযোগ অস্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি প্রকাশিত প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ আখ্যায়িত করেছেন। সাংবাদিকদের বলেছেন, ‘প্রকৃতপক্ষে আমি কর পরিশোধ করেছি। আপনারা দেখবেন, যখনই আমি ট্যাক্স রিটার্ন জমা দিয়েছি তখনই এটা অডিটে গেছে। অনেক দীর্ঘ সময় নিয়ে এগুলি অডিট হয়েছে।’ একইসঙ্গে তিনি যোগ করেছেন, ‘আইআরএস (ইন্টারনাল রেভিনিউ সার্ভিস) আমার সঙ্গে ভালো আচরণ করছে না…তারা আমার সঙ্গে খুব বাজে আচরণ করছে। আপনি দেখবেন, সেখানে এমন অনেক লোক আছে যারা আমার সঙ্গে বাজে আচরণ করে।’

এদিকে, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘নিজের সম্পদ ও ব্যবসাপ্রতিষ্ঠান সংক্রান্ত নথি প্রকাশ্যে না আনায় আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।’ কিন্তু জানা যাচ্ছে, দেশের আইন অনুযায়ী ট্রাম্প এ-সংক্রান্ত নথি প্রকাশ্যে আনতে বাধ্য নন। তবে, ১৯৭০ সালের পর মার্কিন যুক্তরাষ্ট্রের তিনিই প্রথম প্রেসিডেন্ট, যিনি তার ট্যাক্স রিটার্ন জনসম্মুখে আনতে অনিচ্ছুক।

উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনকে সামনে রেখে বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেট। এ ডিবেটে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হবেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। তার আগে এই প্রতিবেদন কিছুটা হলেও ট্রাম্পকে অস্বস্তিতে ফেলবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

Related Articles

Back to top button
Close