গৃহবধূকে শ্লীলতাহানি চেষ্টা, বাধা দিতে গেলে মারধর

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: রাতের অন্ধকারে বাড়ির বাইরে শৌচকর্ম করতে বের হলে এক মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা করা হল। প্রতিবাদ করতে গেলে ওই মহিলাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে। বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার গোবিন্দপুর গ্রামের ঘটনা। বছর তিরিশের ওই গৃহবধূকে মঙ্গলবার রাতে বাড়ির বাইরে বেরোলে প্রতিবেশী দুই যুবক মন্টু মন্ডল ও উত্তম মন্ডল তাঁর ওপর হামলা চালায়। প্রথমে কুপ্রস্তাব দেওয়া হয়, এরপর জোর করে তাঁর কাপড় ছিঁড়ে দেওয়া হয়।
[আরও পড়ুন- উত্তরবঙ্গের তিনজেলায় ফের ভারী বৃষ্টির পূর্বাভাস]
প্রতিবাদ করলে মাথা ফাটিয়ে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত গৃহবধূকে হাসনাবাদ থানায় ওই দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে যে, এর আগেও কয়েকবার ওই মহিলাকে কু-প্রস্তাব দেয় অভিযুক্ত দুই যুবক। আক্রান্ত গৃহবধূ দুই যুবকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।