ভালো থাকার চেষ্টা করছি, সাংবাদিকদের জানালেন ‘অসুস্থ’ পার্থ

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: শরীর যে তার ভালো নেই, সেটাই হাবেভাবে বোঝাতে কসুর করছেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি দুর্নীতি কাণ্ডে প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি। গতকালও শারীরিক অসুবিধা করেন পার্থ। তখনই তাকে নিয়ে এসএসকেএম- রওনা দেয় জেলের আধিকারিকরা। হাসপাতালে প্রবেশের সময় পার্থবাবু বলেন, শরীর ভালো নেই। তবে গাড়ি থেকে নামতেই সংবাদমাধ্যমকে দেখে একটু বিরক্ত বোধ করেন পার্থ। সংবাদমাধ্যম প্রশ্ন করেন, কেমন আছেন পার্থদা? উত্তরে পার্থ জানান, ভালো থাকার চেষ্টা করছি।
সূত্রের খবর, তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করা হবে। জেল সূত্রে খবর, শনিবার দুপুরে শারীরিক অসুস্থতার কথা জেল কর্তৃপক্ষকে জানান পার্থবাবু। বেলা সাড়ে তিনটে নাগাদ পার্থবাবুকে নিয়ে প্রেসিডেন্সি জেল থেকে রওনা হয় ৩টি গাড়ির কনভয়। চারটে নাগাদ কনভয় পৌঁছয় হাসপাতালে।
সূত্রের খবর, পার্থবাবুর হিমোগ্লোবিন ক্রমে হ্রাস পাচ্ছে। সঙ্গে বাড়ছে ক্রিয়েটিনিনের মাত্রা। তাই এসএসকেএম-এ তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।