জলে খাবার নেই! খাদ্যের সন্ধান পেতে একেবারে থানায় হাজির কচ্ছপ

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: খাবারের সন্ধানে জলাশয় ছেড়ে একেবারে থানায় পৌছে গেল কচ্ছপ। পরে পুলিশের সহযোগিতাতেই খাবারের ডেরায় পৌছানো সম্ভব হল কচ্ছপটির ।কচ্ছপটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন পুলিশ কর্মীরা ।শনিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ডিউটিতে ব্যস্ত ছিলেন পুলিশ কর্মীরা ।
ওই সময়ে নিকটস্থ জলাশয় ছেড়ে কচ্ছপটি গুটিগুটি পায়ে ভাতার থানায় ঢুকে পড়ে। কর্তব্যরত এক পুলিশ কর্মী কচ্ছপটিকে দেখতে পেয়ে প্রথমে হকচকিয়ে যান।ওই পুলিশ কর্মীর বুঝতে অসুবিধা হয় নি খাবারের সন্ধানে বেরিয়ে কচ্ছপটি থানায় চলে এসেছে।
দেরি না করে ওই পুলিশ কর্মী বিষয়টি থানার ওসি প্রণব বন্দ্যোপাধ্যায়কে জানান । ওসি তড়িঘড়ি খবর দেন বনদফতরে। খবর পেয়ে জেলার গুসকরা বন দফতরের থেকে বন আধিকারিকরা ভাতার থানায় পৌছে কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের এমন কর্মকাণ্ডে খুশি ভাতারের বাসিন্দারা ।