পর পর দুবার দুর্ঘটনা, মৃত্যু হল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মীর

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট: আজ থেকে চার দিন আগে পথ দুর্ঘটনায় আহত হয়েছিলেন, মাথায় সেলাই কাটা হয়নি এখন। কাজে যোগ দিয়ে দ্বিতীয়বার দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম নাসির উদ্দিন আনসারী। বাড়ি ঝাড়গ্রামে। কর্মসূত্রে কোলাঘাটের ৫৫এ কোয়ার্টারে থাকতেন তিনি। নিত্য দিনের মতো মঙ্গলবার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে গিয়েছিলেন। কাজ শেষ করার পর রাত ন’টা নাগাদ বাড়ি ফিরছিলেন। রামকো সিমেন্ট ফ্যাক্টরির কাছে ৪১ নম্বর জাতীয় সড়ক পারাপার হওয়া সময় প্রাইভেট গাড়ি সজোরে ধাক্কা মারে।
আরও পড়ুন:ট্রাম্পের ‘বিভ্রান্তিকর পোস্ট’এর বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে চলেছে ফেসবুক ও টুইটার
ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পরে ছটফট করতে থাকে। চিৎকার করতে থাকে একটু জল দাও দাও বলে। পথচলতি মানুষ দেখতে পেয়ে স্থানীয় এক নার্সিংহোমে ভর্তি করান। ডাক্তারবাবুরা দেখার পর মৃত বলে ঘোষণা করে। মৃত ব্যক্তির আত্মীয়-স্বজনদের ঝাড়গ্রামের বাড়িতে খবর দেওয়া হয়। বাড়ির লোকজন সকালে ঘটনাস্থলে ছুটে আসে। মৃতদেহ কোলাঘাট থানার পুলিশ নিয়ে আসে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কোলাঘাট থানার ওসি রাজকুমার দেবনাথ জানান, ময়নাতদন্ত শেষ হওয়ার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।