fbpx
আন্তর্জাতিকহেডলাইন

ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করল টুইটার

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: এবার টুইটার কর্তৃপক্ষের সঙ্গে আইনি লড়াইতে ধনকুবের ইলন মাস্ক। ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক-এর বিরুদ্ধে আদালতে মামলা ঠুকে দিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার।

গত শুক্রবার ইলন মাস্ক টুইটার কেনার ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা করে দেন। তার দাবি, টুইটার কর্তৃপক্ষ তাকে প্লাটফর্মটিতে থাকা ভুয়ো ও স্প্যাম অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য দিচ্ছে না।

যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারের একটি আদালতে মামলা করেছে টুইটার। মামলায় টুইটার কেনার চুক্তি বাস্তবায়িত করতে ইলন মাস্ককে নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে। মামলায় দাবি করা হয়েছে,  চুক্তির একাধিক শর্ত ভঙ্গ করেছেন টেসলা প্রধান ইলন মাস্ক।

টুইটার চেয়ারম্যান ব্রেট টেলর এক টুইট বার্তায় জানিয়েছেন, ইলন মাস্ককে চুক্তিগত বাধ্যবাধকতা মানতে বাধ্য করা হবে। এর প্রতিক্রিয়ায় আলাদা টুইটে ইলন মাস্ক লিখেছেন, ওহ বিড়ম্বনা!

টুইটারের মামলায় বলা হয়েছে, ইলন মাস্ক চুক্তিতে সম্মত হওয়ার পর টুইটারের পাশাপাশি টেসলার শেয়ারের দামও পড়ে যায়।

 

Related Articles

Back to top button
Close