আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন
‘ফরাসিদের হত্যার অধিকার রয়েছে মুসলিমদের’: ডিলিট হল মহাতীরের বিতর্কিত টুইট

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ‘ফরাসিদের হত্যার অধিকার রয়েছে মুসলিমদের’। ফ্রান্সের নির্মম হত্যাকাণ্ডকে মহিমান্বিত করে এমন টুইট মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবার মহাতীর মহম্মদের সেই টুইট ডিলিট করে দিল টুইটার কর্তৃপক্ষ। পোস্টটা দেওয়ার পরেই নেটিজেনদের বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী।
ফ্রান্সের ডিজিটাল বিভাগের সচিব সেড্রিক ও পোস্টটি দেখার পরেই সেটা উড়িয়ে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে আর্জি জানান। এছাড়াও লেখেন, ‘যদি তা না করা হয়, তবে টুইটারকে এই হত্যাকাণ্ডের এক সহযোগী হিসেবে দেখা হবে।’ ১৩ খানা টুইটের একটি সিরিজে মহাতীর নিজের মতামত রাখেন। তাঁর দাবি, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ১৬ অক্টোবরে স্কুল শিক্ষক হত্যাকাণ্ডকে আরেকটু ‘সভ্যভাবে’ বিচার করতে পারতেন। সেই হত্যার জন্য ইসলাম ও মুসলমানদের ধর্মকে দায়ী করা অত্যন্ত জঘন্য একটি পদক্ষেপ